ইঁদুর তাড়ানোর ঘরোয়া পদ্ধতি । Home Remedies To Get Rid Of Rats In The House

 

মাত্র কয়েক মিনিটেই পেঁয়াজ, লবঙ্গ অথবা গোলমরিচ দিয়ে চিরতরে বিদায় করুন ইঁদুর বাবাজি-কে। একদম সহজ উপায় ‘so simple’ আসুন জানা যাক পদ্ধতি

ইঁদুর তাড়ানোর ঘরোয়া পদ্ধতি ।  Home Remedies To Get Rid Of Rats In The House 

ইঁদুর তাড়ানোর ঘরোয়া পদ্ধতি, ইঁদুর তাড়াতে পেঁয়াজ, ইঁদুর তাড়াতে লবঙ্গ, ইঁদুর তাড়াতে গোলমরিচ,  ইঁদুরের যন্ত্রণা থেকে মুক্তির ঘরোয়া উপায়, ইঁদুর মেরে ফেলুন খুব সহজে
ইঁদুর তাড়ানোর উপায়

আমরা কম-বেশি এই প্রাণিটার উপর বিরক্ত মনে হয় সবাই। দ্রুত পায়ে এগিয়ে চলা এই প্রাণিটি প্রায় সবার ঘরেই বিদ্যমান। আনাচে কানাচে ঘুরে ঘুরে কাপড়, কাগজ, বালিশ, তোষক কিংবা চাউলের বস্তা কেটে কুটে নিচের খাবার সংগ্রহ করে। এমনকি যেটা তার খাদ্য না সেটাকেও ছাড় দেয়না। সেই সাথে ঘর বাড়ি নোংরা-তো করেই। আর এই ইঁদুর তাড়াতে আমরা কত ঔষধ বাজার থেকে কিনে আনি। কিন্তু প্রায় সময়ই দেখা যায় ঔষধ-এর জায়গায় ঔষধ থাকে কিন্তু ইঁদুর দিব্যজ্ঞানে ঘুরে বেড়ায়। কেউ কেউ মজা করে বলে বাজারের ঐইসব ঔষধ খেয়ে ইঁদুর আরো মোটাতাজা হচ্ছে। তাছাড়া ঘরে ছোট বাচ্চা থাকার কারনে ঔষধ রাখাটাও বিপদজ্জনক। কারন ইঁদুর মারা বিষ বিভিন্ন ধরনের খাবার দিয়ে তৈরি হয়, তাই ঘরের বাচ্চা বা অন্যান্য পশু পাখি মুখে দিতে পারে। যেমন: হাঁস, মুরগি, বিভিন্ন ধরনের পোষা পাখি ইত্যাদি। আর মুখে দিলে-তো অবশ্যম্ভাবী বিপদ। সে কারণে দিশেহারা হয়ে ঔষধের বাইরেও আমরা অনেক ব্যবস্থা গ্রহণ করে থাকি। এই ধরুন, ইঁদুর মারার বাক্স, ইঁদুর ধরার আঠাযুক্ত সিডি, বিভিন্ন গাছের শিঁকড় ইত্যাদি। আবার কেউ কেউ বিড়ালও পুষে থাকি ইঁদুর মারার জন্য। অনেকে শখ করেও বিড়াল পুষে থাকে অবশ্য। যাই হোক, এতসব ঝামেলা আর খরচ বাদ দিয়ে কিভাবে ঘরোয়া উপায়ে ইঁদুরের বংশ একদম নির্বংশ করা যাবে, সেটার বিস্তারিত তুলে জেনে নেওয়া যাক :::: 

স্বাস্থ্যকথা ও লাইফস্টাইল নিয়ে আরো আর্টিকেল পড়ুন এখানে


পেঁয়াজ ব্যবহার করুনইঁদুর তাড়ানোর ঘরোয়া পদ্ধতি (Home Remedies To Get Rid Of Rats In The House) -তে .......

ইঁদুর তাড়ানোর ঘরোয়া পদ্ধতি, ইঁদুর তাড়াতে পেঁয়াজ, ইঁদুর তাড়াতে লবঙ্গ, ইঁদুর তাড়াতে গোলমরিচ,  ইঁদুরের যন্ত্রণা থেকে মুক্তির ঘরোয়া উপায়, ইঁদুর মেরে ফেলুন খুব সহজে
ইঁদুর তাড়ানোর উপায়

আমাদের সকলের রান্না ঘরের নিত্য প্রয়োজনীয় একটি মসলার নাম পেঁয়াজ। সবারই খুব পরিচিত এবং সহজলভ্য। পাওয়া যায় হাতের নাগালেই। কিন্তু অনেকেই হয়তো জানেন না, এই পেঁয়াজ ব্যবহার করে আপনি খুব সহজেই তাড়াতে পারবেন ইঁদুর নামের এই বিরক্তকর প্রাণিটা-কে। পেঁয়াজ হচ্ছে ইঁদুর তাড়ানোর সবচেয়ে কার্যকরী ঘরোয়া পদ্ধতি। সংগ্রহও সহজ, এই পেঁয়াজ আপনার বাচ্চা বা প্রাণি মুখে দিলে কোনো ক্ষতি হওয়ার সম্ভবনা নেই বরং উপকার হবে। কারন পেঁয়াজে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টি ও ঔষধী গুণ। (জেনে নিন পেঁয়াজের পুষ্টি ও ঔষধী গুণ সম্পর্কে)। এবার জানুন কিভাবে পেঁয়াজ ব্যবহার করে ইঁদুর তাড়াবেন (Home Remedies To Get Rid Of Rats In The House)। পেঁয়াজ থেঁতলে অথবা পাটায় বেঁটে ভাল করে রস বের নিন। এরপর এই রসের সাথে পানি মিশিয়ে সমস্ত ঘর মুছে ফেলুন। অবশ্যই ঘর মুছতে ঘরের কোণায় কোণায় যেন পৌঁছায়, সেদিকে খেয়াল রাখতে হবে। তবে, এও খেয়াল রাখবেন, পানির সাথে প্রয়োজন মাফিক পেঁয়াজের রস মেশানো হলো কিনা, অর্থ্যাৎ কিপ্টামো করা যাবে না। কারন পেঁয়াজের রসের ঝাঁঝাঁলো গন্ধটাই ইঁদুর তাড়ানোর ঔষধ। আপনাকে রোজ রোজ এই কাজ করতে হবে না। প্রথমে ভালভাবে পেঁয়াজ রসে পানির মিশ্রণ করে প্রয়োগ করলে অনেকদিন নিশ্চিন্ত থাকতে পারবেন। আবার যখন দেখবেন ইঁদুর আসার চেষ্টা করছে, তখন আবার প্রয়োগ করবেন। এভাবে কয়েকবার প্রয়োগ করলে সারাজীবন আপনার বাড়ি বা বাসার নাম ভুলে যাবে ইঁদুর। আর দেখবেন বাপ বাপ বলে পালাবে ইঁদুরের গুষ্ঠি। কারন পেঁয়াজের যে ঝাঝালো গন্ধ থাকে, তা কোনভাবেই ইঁদুরের নাকে সহ্য হয়না। এছাড়া পেঁয়াজ টুকরো টুকরো করে কেটেও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে, কুঁচি কুঁচি করা পেঁয়াজ ইঁদুর যেসব স্থানে চলাফেরা করে সেসব স্থানে ছিটিয়ে রাখুন, আশা করি ভাল ফল পাবেন।

লবঙ্গ ব্যবহার করুন : ইঁদুর তাড়ানোর ঘরোয়া পদ্ধতি (Home Remedies To Get Rid Of Rats In The House) -তে .....

ইঁদুর তাড়ানোর ঘরোয়া পদ্ধতি, ইঁদুর তাড়াতে পেঁয়াজ, ইঁদুর তাড়াতে লবঙ্গ, ইঁদুর তাড়াতে গোলমরিচ,  ইঁদুরের যন্ত্রণা থেকে মুক্তির ঘরোয়া উপায়, ইঁদুর মেরে ফেলুন খুব সহজে
ইঁদুর তাড়ানোর উপায়

পেঁয়াজ যেমন কার্যকরি, ঠিক তেমনি লবঙ্গও সমান কার্যকরি। শুদ্ধ ভাষায় লবঙ্গ, অনেকে লং বলে থাকি আমরা, এটা দেখতে নাক ফুলের মতো, তাই দুষ্টুমি করে অনেকে নাকফুল বলেও ডাকি। এটিও রান্নাঘরের প্রয়োজনীয় মসলা। বিশেষ করে মাছ, মাংস, বিরিয়ানি, এসব আইটেম রান্নাতে আবশ্যকীয় মসলা বটে। কেউ কেউ রং চা এর সাথে খেয়ে থাকেন, আবার কেউ কেউ খালি চিবিয়েও খেয়ে থাকেন। কারণ এই লবঙ্গের গুণ অনেক। যা মানব শরীরের অনেক রোগের মহৌষধ হিসেবে কাজ করে। (দেখে নিতে পারেন, লবঙ্গ কোন ২0টি রোগের মহৌষধহিসেবে কাজ করে)। রোগ সারানোর পাশাপাশি ইঁদুর তাড়াতেও (Home Remedies To Get Rid Of Rats In The House) সফলভাবে কাজ করে এই লবঙ্গ নামক মসলাটি। ভাল করে থেঁতলে নিন। তারপর ছোট কাপড়ে পেঁচিয়ে ইঁদুর বাবাজি যে যে পথে চলাফেরা করে সেসব স্থানে রেখে দিন। দেখবেন জাদুর মতো কাজ করছে। তবে খুব মোটা কাপড়ে নয়। এছাড়াও লবঙ্গের তেল ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে লবঙ্গের তেলে তুলা ভিজিয়ে পুটলা বেঁধে রেখে দিন ইঁদুর চলাচলের রাস্তাতে। আশা করছি আপনার বাসা কেন, আশেপাশেই আর ভিড়বে না। কারন লবঙ্গের ঘ্রাণ ইঁদুরের নাকে একেবারেই সহ্য হয় না। সেক্ষেত্রে ইঁদুর সব কিছু ছেড়ে নিজেকে বাঁচানোর জন্য পাড়ি জমাবে অন্য কোথাও। 

গোলমরিচ ব্যবহার করুন : ইঁদুর তাড়ানোর ঘরোয়া পদ্ধতি (Home Remedies To Get Rid Of Rats In The House) -ত

ইঁদুর তাড়ানোর ঘরোয়া পদ্ধতি, ইঁদুর তাড়াতে পেঁয়াজ, ইঁদুর তাড়াতে লবঙ্গ, ইঁদুর তাড়াতে গোলমরিচ,  ইঁদুরের যন্ত্রণা থেকে মুক্তির ঘরোয়া উপায়, ইঁদুর মেরে ফেলুন খুব সহজে
ইঁদুর তাড়ানোর উপায়

মরিচ, কাঁচামরিচ যেমন আছে, তেমনি গোলমরিচও আছে। যা কিনা রান্নাঘরের বিশেষ কিছু রান্নার আইটেমে ব্যবহার করা হয়ে থাকে। শুকনো মরিচ আর কাঁচামরিচ লম্বা হয়, কিন্তু এই মরিচটা গোল হয় বলে একে গোলমরিচ বলা হয়। গোলমরিচ গাছের ফল শুকিয়ে গোলমরিচে রূপান্তর করা হয়। আমরা আসলে খুব কম কিছুই জানি বা জানার চেষ্টাও কম করি। সময় পেলে বাজে কাজে মন দিয়ে সময় নষ্ট করি। কিন্তু প্রতিদিন নিয়ম করে অল্প কিছু সময় যদি সৃষ্টির রহস্য জানার চেষ্টা করি তাহলে বিস্ময়কর সব তথ্য বের হয়ে আসবে। যা আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগবে। সময়টা হতে পারে অফিসে কাজের ফাঁকে অথবা ঘুমানোর আগ মূহুর্তে। ছুটির দিনটা আর একটু বেশি সময় বের করা যেতে পারে। তাহলেই দেখবেন, বিন্দু বিন্দু থেকে জ্ঞানের সিন্ধু জমতে শুরু করেছে। তখন নিজের কাছেও ভাল লাগবে। কোনটার কি গুণ বা বাড়তি কি কি কাজ করে, এসব খুঁজে দেখিনা বা সময়ও হয়তো পাইনা। কিন্তু একটু যদি ঘাটাঘাটি করে দেখি, তবে দেখতে পাবো, সৃষ্টিকর্তার সৃষ্টির প্রতিটি জিনিসের-ই রয়েছে অনেক কার্যক্ষমতা। সেখান থেকে আমরা হয়তো ২/১টি কার্য গুণ জানি, যা কিনা গতানুগতিকভাবে ছোটবেলা থেকে পরিবার বা বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে জেনে বা শুনে আসা। তেমনি একটি বহুগুণে গুণান্বিত মসলার নাম গোলমরিচ। (গোলমরিচ সম্বন্ধে বিস্তারিত জানতে ও এর আশ্চর্য উপকারিতা পড়তে এখানে ক্লিক করুন) --এই গোলমরিচ ভাল করে গুঁড়া করে ঘরের কোণায় কোণায় ছিটিয়ে রাখুন বিশেষ
করে যেসব রাস্তায় চলাচল করে সেসব স্থানে। যদি ঘরে ছোট বাচ্চা থাকে তবে ছিটিয়ে না রেখে কাপড়ে পেঁচিয়ে রাখুন। কাপড়টা যেনো মোটা না হয়, অর্থ্যাৎ এমন কাপড় ব্যবহার করবেন যেনো, গোলমরিচের গন্ধ বা ঘ্রাণ সহজে বের হতে পারে। তাহলে ইঁদুর যেমন দৌড়াতে থাকবে, তেমনি তার পাশাপাশি পিঁপড়া, তেলাপোকা, ছারপোকাসহ আরো বিরক্তকর ও যন্ত্রণাদায়ক পোকামাকড়ও পালাবে। 

সম্মানিত পাঠক, আশা করছি  ইঁদুর তাড়ানোর ঘরোয়া পদ্ধতি । Home Remedies To Get Rid Of Rats In The House  লেখাটি থেকে উপকৃত হতে পেরেছেন। লাইক, কমেন্ট, শেয়ার করে অপরকে জানার সুযোগ করে দিন। আর মন্তব্য ও পরামর্শের জন্য কমেন্ট বক্স ব্যবহার করুন। ধন্যবাদ।


ধন্যবাদান্তে;




লিখেছেন : মসনদ সাগর
 শিক্ষক, লেখক ও ফ্রিল্যান্সার; 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ